বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ৪৯৮ তম স্কাউটিং বিষয়ক দিনব্যাপি ওরিস্টেশন কোর্স শনিবার ১০ অক্টোবর ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কোর্স লিডার ও ফেনী জেলা স্কাউটের সম্পাদক এ কে এম ফরিদ আহমেদ। স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনার রাশেদা আক্তার, কুমিল্লা অঞ্চলের পরিচালক স্বপন চন্দ্র দাস ও মাসুম বিল্লাহ।
দিনব্যাপি ওরিস্টেশন কোর্সে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং।
জেলা প্রশাসন কার্যালয়ে সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান, উম্মে তাহমিনা মিতু, রজত বিশ্বাস, জেলা স্কাউটের সহসভাপতি হারুনুর রশিদ ভূইয়া, সদর উপজেলা স্কাউটের সম্পাদক আমির হোসেন, সহকারী কমিশনার মহিউদ্দিন খোন্দকারসহ জেলার ৬ উপজেলার শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।