ফেনী ডায়াবেটিক সমিতির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ০১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব মোঃ ওয়াহিদুজজামান।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সামী-উল হক সাহীন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি জনাব সামী-উল হক সাহীন, যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন বাদল, আবুল কাসেম, আবু নাছের চৌধুরী, জহিরুল আলম জহির, বাহার মিয়া, মজিবুর রহমান ভূঞাঁ, ফরিদ আহমদ ভূঞাঁ, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজীব খগেশ দত্ত সহ আজীবন সদস্যবৃন্দ এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রধান অতিথি জেলা প্রশাসক অত্র সমিতির প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সহ প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ যাঁদের প্রভূত অবদানের মাধ্যমে অত্র হাসপাতাল ফেনী জেলার অন্যতম স্বাস্থ্যসেবা মুলক প্রতিষ্ঠান হিসাবে রূপলাভ করেছে, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাবেক সভাপতি মরহুম আকরামুজ্জমান এডভোকেট ও আজীবন সদস্য মরহুম আজিজ আহমদ চৌধুরী সহ ইতোপূর্বে আজীবন সদস্য যাঁরা মৃত্যুবরণ করেছেন তাদের অবদান সমূহ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে অত্র হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এর অগ্রগতিতে কর্মকর্তা-কর্মচারী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।