শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং         ০৫:৪৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনী জেলা প্রশাসকের সাথে বেসিক ট্রেডস্কিল ডেভেলপমেন্ট ফোরামের সৌজন্য সাক্ষাৎ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বেসিক ট্রেড প্রতিষ্ঠান সমূহের কেন্দ্রীয় সংগঠন বেসিক ট্রেডস্কিল ডেভেলপমেন্ট ফোরাম (বিটিএসডি) ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (১৩সেপ্টেম্বর) বিকালে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে সাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ পরিচালনার অনুমতি প্রদানের জন্য ও কারিগরি বোর্ড অনুমোদিত ফেনী জেলার বেসিক ট্রেড প্রশিক্ষণ কেন্দ্র সমূহকে জেলার জাতীয় ওয়েবপোর্টালে অন্তর্ভূক্ত করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয় এবং ৭টি দাবী সম্বলিত স্মারক লিপি প্রদানকরা হয়।


    বিটিএসডি ফেনী জেলা শাখার আহবায়ক ও   সততা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র- ছাগলনাইয়া এর স্বত্তাধিকারী আবু বকর ছিদ্দিক ফরহাদ এবং সদস্য সচিব ও পরশুরাম কম্পিউটার প্রশিক্ষনকেন্দ্রের স্বত্তাধিকারী দেলোয়ার হোসেন জাসেদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদস্য ও জিপিসিআইসির পরিচালক

    মোঃ কফিলউদ্দিন, মুন সাইবার জোনের পরিচালক মোঃ শাহীন,  সিসিটেক কম্পিউটারের পরিচালক মোঃ আব্দুর রহিম, ডিজিটাল ড্রিমের পরিচালক মোঃ আনসার উল্যাহ্, প্রত্যাশা কম্পিউটারের পরিচালক মোঃ সেন্টু মিয়াজী, মেশকাত কম্পিউটারের পরিচালক মোঃ বেলাল হোসেন, সৈকত তুষমী ও মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.