শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং         ০৫:৩৪ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠিত


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা রোববার দুপুরে ফেনী পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

    ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার ও ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি খোন্দকার নুরুন্নবী পিপিএম, বিপিএম।

    ঘরে বসে যেকোন পন্য কেনাবেচা করতে যোগ দিতে পারেন এই গ্রুপে

    ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ-সভাপতি ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাঈনুল ইসলাম, ফিফার সাবেক রেফারি আবদুল হালিম চৌধুরী, আবদুল হান্নান মিরণ। ফেনী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রেফারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিমাই লাল দাস, জসিম উদ্দিন, মোমিনুল হায়দার প্রমুখ।

    বাসার সিটি কমপ্লেক্সে দোকান ভাড়ার জন্য যোগাযোগ: 01812-727272 / 01711-362295

    সভায় ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী পিপিএম, বিপিএমকে সভাপতি, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মোমিনুল হায়দার ও জসিম উদ্দিনকে সহ-সভাপতি, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুল ইসলাম তুহিন কে সাধারণ সম্পাদক, দিলীপ চন্দ্র দাসকে সহ-সাধারণ সম্পাদক, মো. হারেস ভঞাকে কোষাধ্যক্ষ, আজিম উদ্দিন রনিকে দপ্তর সম্পাদক, দেলোয়ার হোসেন, নিমাই লাল দাস, আবদুর রাজ্জাক, আমির হোসেন শিপন, অরুন চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম মানিক, সালমা কলি, তাহসিন ফরহাদকে সদস্য হিসেবে প্রস্তাব করা হলে উপস্থিত সদস্যরা ঐকমত্য পোষণ করেন। এতে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত রেফারিদের মাঝে আমির হোসেন বাহার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শেষ হয় সভার সকল আয়োজন। 


     



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.