শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ইং         ০২:৫৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের কমিটি গঠন। রনি-সভাপতি, নুর হোসেন সম্পাদক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ার  ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২৮ আগস্ট) বিকেলে ক্লাব কার্যালয়ে সভায় কাজী আশরাফ উদদৌলা রনিকে সভাপতি ও নুর হোসেন মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। সভায় এসময় উপস্হিত ছিলেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সম্পাদক

    ঘরে বসে যেকোন পন্য কেনাবেচা করতে যোগ দিতে পারেন এই গ্রুপে

    আউয়াল চৌধুরী, রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ শাহেদ, ইকবাল হোসেন মজুমদার, নব নির্বাচিত কমিটির সভাপতি আশরাফ উদদৌলা রনি, সহ-সভাপতি আরিফুল হাসান, বিভূতি মজুমদার, সাধারণ সম্পাদক নুর হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক নাজমুস সাকিব রিজন, সদস্য ফজলুল হক ফজলু, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন মেজর প্রমূখ।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.