শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ইং         ০৭:৫৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    দাগনভুঁইয়ায় সাক্ষরতা কোর্সে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    “সাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্ব গড়ি” ও “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত যুব একাডেমী-ঢাকা কর্তৃক বাস্তবায়িত

    মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর আওতায় ফেনী জেলার দাগনূভঁইয়া উপজেলায় সমাপ্তকৃত সাক্ষরতা কোর্সে অংশ গ্রহনকারী সদস্যদের মাঝে

     পন্য ক্রয়-বিক্রয় করুন ঘরে বসে।। সদস্য হোন ফেনী ই-কমার্স ফোরামের

    সপ্তাহব্যাপি সনদ বিতরণ কার্যক্রম বৃহ:বার (২০আগস্ট) সমাপ্ত হয়েছে। দাগনভূঁইয়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে সপ্তাহব্যাপী এই সনদ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সনদ বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন যুব একাডেমী’র নির্বাহী পরিচালক মুন্সী মাঈন উদ্দিন ও মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)

    এর প্রোগ্রাম অফিসার মঞ্জুরু হক ফারুকী। এছাড়াও দাগনভঁইয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সপ্তাহব্যাপী সনদ বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহন করেন যুব একাডেমী’র উপজেলা কো-অর্ডিনেটর আবু হাসান মোঃ জামাল উদ্দিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সুপারভইজারগন।

     

    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.