রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ ইং         ০৩:৫৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে ২২ হাজার পিস ইয়াবা,কাভার্ডভানসহ আটক ২


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ে ২১ হাজার ৮শ ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার জেরুমিয়া ভাইপাস সড়কে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত রিহান কার্গো সার্ভিস (ঢাকা মেট্টো ট ২০-৯৭১২) কাভার্ডভান আটক করা হয়। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চানগাজী বাড়ির আলীর পুত্র আনোয়ার হোসেন (৪৩) ও কাভার্ড ভ্যানের সহকারী আনোয়ার হোসেনের পুত্র আরিফকে (২২) আটক করা হয়।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হেলাল উদ্দিন ফারুকী ও সেকেন্ড অফিসার সিরাজুল ইসলামের নেতৃত্বে সোনাপাহাড় এলাকার জেরুমিয়া বাইপাস সড়কের মাথায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আগত রিহান পরিবহনের কাভার্ড ভ্যানটিকে থামার সংকেত দেয়। পরে চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কাভার্ড ভ্যানের টুলবক্সের সাথে চটের বস্তার ভেতর বিস্কুটের টিনের কৌটায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থা থেকে ২১ হাজার ৮ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে জোরারগঞ্জ থানার এএসআই মহিউদ্দিন বাদী হয়ে মাদবদ্রব্য আইনে একটি (৭) মামলা দায়ের করা হয়।
    এ বিষয়ে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকা থেকে কাভার্ড ভ্যানে মাদক পাচারের সময় কাভার্ড ভ্যানসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৫ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.