রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ ইং         ০৩:৫২ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে অস্ত্র, গুলিসহ ডাকাত আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ে অস্ত্র, গুলিসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। তার নাম নুর মোহাম্মদ (৩৫) প্রকাশ নুরা ডাকাত। মিরসরাই থানা পুলিশ রবিবার (২১ জুন) রাতে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সে সীতাকুন্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সেকান্দারের পুত্র। সে এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুণরায় অপকর্মে জড়িয়ে পড়েন। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।

    আপনার পছন্দের টবটি বেছে নিন

    মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, রবিবার রাতে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামের নুর মোহাম্মদের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২ টি ডাকাতি, ২ টি চাঁদাবাজি, ১ টি হত্যা এবং ১ টি মারামারিসহ ৬ টি মামলা রয়েছে। সে ওই থানার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.