মিরসরাইয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুল ছাত্রের নাম মোহাম্মদ তুহিন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা এলাকায় এই ঘটনা ঘটেছে। সে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তুহিন খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির প্রবাসী বাবুল মিয়ার পুত্র।
ওই এলাকার বাসিন্দা ও বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী রায়হান চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে জমিতে মরিচ তোলার জন্য তুহিন জমিতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায় সে। পরে আশপাশের মানুষ এসে তাকে বাড়িতে নিয়ে আসে।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন বজ্রপাতে তুহিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি।