সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং         ০৩:১১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফাজিলপুরের বাবর মেম্বারসহ ৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউপির ৩ নং ওয়ার্ড শিবপুরের মাহমুদুর নবী বাবরসহ ৪ জনের বিরুদ্ধে বাহার উদ্দিন দম্পতিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার বাহার উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি (মামলা নং ৯৬৩) দায়ের করেন।
    মামলা সূত্রে জানা যায়,বাদী বাহার উদ্দিনের বাড়ী সংলগ্ন অনিক নামীয় ব্যক্তি চট্টগ্রাম থেকে বাড়ী এলে তাকে প্রশাসনের নির্দেশে ইউপি বোর্ড লক ডাউন ঘোষনা করে। করোনা ভাইরাস হতে আত্মরক্ষার জন্য বাদী তার বসতঘরের সাথে থাকা ব্যক্তিগত রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেয়। এতে বাবর মেম্বার ক্ষেপে গিয়ে সোমবার (১৮মে) বাদীর বাড়ীতে এসে বিশ্রী ভাষায় গালমন্দ করতে থাকে। ইফতারের আগ মূহুর্তে এধরনের গালাগালের হেতু জানতে চাইলে বাবর ও তার ভাই স্বপন বাদীর উপর ঝাপিয়ে পড়ে বেদড়ক মারধোর করতে থাকে। বাদী বাহার উদ্দিনের স্ত্রী ফরিদা বানু ও তাদের ছেলে মেয়ে এগিয়ে এলে তাদেরকে এলোপাতাড়ী মারধোর করে মারাত্মক জখম করে। একপর্যায়ে বাবর তার ঘর থেকে একনলা বন্দুক এনে বাহার দম্পতির দিকে তাক করে বলে যা হয়েছে। এটা নিয়ে বাড়াবাড়ি বা মামলা করলে জানে মেরে ফেলবো। বাদীর অভিযোগ ঘটনার সময় আক্রমনকারী বাবর ও তার ভাই স্বপন শারিরীক প্রতিবন্ধী ফরিদা বানুর স্বর্ণের চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সত্তর হাজার টাকা।
    বাবরের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,এগুলো ভূয়া ও ভীত্তিহীন। আমার চরিত্র হননের অপচেষ্টায় কিছু ব্যক্তি এসব রটাচ্ছে।

     

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.