ছাগলনাইয়ায় চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহামেদ এর নির্দেশে এসআই মোহাম্মদ হান্নান মিয়া বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ যশপুর থেকে গরু ৩টি উদ্ধার করে।পুুলিশ এসময় গরু চুরি মামলার আসামী সামছুল
হুদা প্রকাশ হুদা মিয়া (৫৮)কে আটক করে। হুদা মিয়া উপজেলার দক্ষিণ যশপুর গ্রামের মৃত খলিলের রহমান এর পুত্র। জানা যায় জসিম উদ্দিন ফরাজি নামে এক ব্যক্তির গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। তিনি ১৪মে রাতে থানায় এজাহার দায়ের করেন। তার এজাহারের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে গরু ৩টি উদ্ধার করে।