করোনা জয় করে বাড়ি ফিরেছেন মিরসরাইয়ে প্রথম সনাক্ত হওয়া রোগী রাজিয়া সুলতানা। গত ১৮ এপ্রিল ওই নারীর করোনা পজেটিভ হওয়ার পর চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ্য হয়ে তিনি বাড়ি এসেছেন। রাজিয়া মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৌলভী সৈয়দুর রহমানের বাড়ির বাসিন্দা। মঙ্গলবার (৫ মে) দুপুরে সে সুস্থ হয়ে বাড়ি ফেরায় করোনা আতংকের মধ্যেও স্বস্তির নিঃশ^াস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা। এছাড়া ১৯ এপ্রিল সকালে ওই মহিলার সংস্পর্শে থাকা ৮ জন ও এ্যাম্বুলেন্সের ড্রাইভারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর সবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
রাজিয়ার ভাসুর (স্বামীর বড় ভাই) মেজবাউল আলম জানান, গলা ব্যাথা, কাশিসহ করোনা উপসর্গ দেখা দিলে গত ১৫ এপ্রিল তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে ১৮ এপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে আমাদের পরিবারের সদস্যসহ ৯ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এখন মানসিকভাবে শান্তি লাগছে।
তিনি আরো জানান, রাজিয়া চিকিৎসাধীন থাকা অবস্থায় আরো ৪ বার নমুনা পরীক্ষা করা হয়। ৪ বারই রিপোর্ট নেগেটিভ আসে। মঙ্গলবার হাসপাতাল থেকে তাকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন, মিরসরাই উপজেলায় প্রথম সনাক্ত হওয়া রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এটি নিঃসন্দেহে স্বস্থির খবর। আমি সিএমএইচ এর চিকিৎসকদের ধন্যবাদ জানাই উনারা দ্রুত সনাক্ত করে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেছেন। পাশাপাশি ওই পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানাচ্ছি তারা প্রশাসনের নির্দেশনা মেনে হোম কোয়ারেইন্টাইন পালন করেছেন। আমি আবারো সকলের প্রতি অনুরোধ করবো আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।