সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ইং         ০২:৫৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনায় বখাটে আটক (ভিডিও)


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীর লালপোল এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টার দায়ে মোঃ তৌহিদুল ইসলাম কিরন (২৩) নামে বখাটেকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (২৮এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ধর্ষন চেষ্টার ভিডিওর সূত্র ধরে তাকে আটক করা হয়। আটক মোঃ তৌহিদুল ইসলাম কিরন (২৩) ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রেহান উদ্দিন মোল্লাবাড়ির আবু বক্করের পুত্র ও লালপোলে গ্রীল ওয়ার্কসপে চাকরী করে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালোলে সড়কের পাশে ঝোপের ভিতর টেনে নিয়ে এত মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কিরণ। দু’জন ব্যক্তি এগিয়ে এলে সে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সহ কতিপয় মাতব্বররা ধামাচাপা দেয়। সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমাদের ফেনী’ সহ কয়েকটি আইডিতে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোতাহার হোসেন ও কাজী গোলাম মহীউদ্দিন অভিযান চালিয়ে কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে কিরণকে আটক করেন। 

    জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নুরুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত কিরনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেয়া হবে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.