শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং         ১২:১৬ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন ইউনিয়ন পরিষদ সচিবরা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সরকার ঘোষিত লক ডাউনে দেশের অন্যান্য ইউপি সচিবের ন্যায় তৃনমুলপর্যায়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন ফেনী জেলার ইউনিয়ন পরিষদ সচিবরা। কোন রকম স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী ছাড়াই তারা কাজ করে যাচ্ছেন বলে জানান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা’র) ফেনী জেলার নেতারা। উপজেলা, জেলা প্রশাসন ও বিভিন্ন মন্ত্রাণালয়ের যেকোন ধরনের রিপোর্টিং ও সমন্বয় ছাড়াও বর্তমানে ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিসেবে তারা প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। হোম কোয়েরেন্টাইনে থাকা লোকজন তদারকি, ইউনিয়নের ভিন্ন এলাকা ও প্রবাস থেকে আগত ব্যক্তির তালিকা প্রনয়ন ও তাদের হোম কোয়েরেন্টাইন নিশ্চিতকরণ, বিভিন্ন ধরণের ত্রাণ গ্রহিতার তালিকা তৈরী, ত্রাণ বিতরণের মাস্টার রোল প্রণয়ন, জনগণকে সচেতন করার লক্ষে বিভিন্ন ধরণের প্রচার-প্রচারনা এবং শতশত লোকের মাঝে ত্রাণ বিতরনে সরাসরি দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলার ৪২জন ইউপি সচিব। দেশের বিভিন্ন দুর্যোগে সরকারি, বেসরকারি অনেক দপ্তরের ছুটিকালীন সময়ে দেশের আদি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের সচিবগন ইউনিয়ন কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করে থাকেন।
    ফেনী জেলা বাপসা’র নেতারা আরো জানান, তাদের ন্যায় গ্রামপুলিশ বাহিনী দেশের যেকোন দুর্যোগে প্রত্যক্ষ ভুমিকা পালন করে থাকেন।
    এসময়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, সচিব ও গ্রামপুলিশদের বর্তমান দুর্যোগকালীন সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা ও স্বাস্থ্যবীমার আওতায় আনার দাবি জানান।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.