বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ ইং         ০৪:০৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ভাসমান মানুষদের রাতের খাবার দিয়েছে দুর্নিবার ফেনী সংগঠন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ‌'মায়ার ভোজন নামে' একটি ইভেন্ট চালু করেছে সামাজিক সংগঠন দুর্নিবার ফেনী। প্রথম দিনে ছাগলনাইয়ার ভাসমান মানুষের মাঝে মধ্যরাতে একবেলা খাবার বিতরণ করা হয়। উদ্যেক্তা কামরুল জানান, করোনায় মানবিক সংকটে থাকা নিম্ন ও মধ্য আয়ের মানুষদের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্যে। আসন্ন রমজানে ইফতার সামগ্রী বিতরণের ইচ্ছে প্রকাশ করেন। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পৃষ্ঠপোষক আরিফ জানান, এ ধরনের কার্যক্রমে থাকতে পেরে তিনি বেশ খুশি। কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে সহযোগীতা করেন বাঁশপাড়া নদীর কূল তারুণ্য সংঘ পাঠাগার, বাবু, রুমন, মারুপ,মাইন উদ্দিন প্রমুখ।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.