রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ ইং         ০৩:৫০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে প্রতিবন্ধী, দরিদ্র কৃষকদের মাঝে খাদ্য, বীজ ও সার বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মিরসরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট)’র উদ্যোগে পিকেএসএফের (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) সহায়তায় প্রতিবন্ধী, অটিজম ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী, দরিদ্র কৃষকদের মাঝে সবজী, ধান বীজ ও সার এবং সাংবাদিক, পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মস্তাননগরে অপকার প্রধান কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী ও সার, বীজ বিতরণ করেন অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব।
    এ ব্যাপারে অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর জানান, বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে এ পর্যন্ত পল্লী চিকিৎসক, প্রশাসন ও সাংবাদিকদের মাঝে ৫’শ পিচ পিপিই, ৫’শ জন প্রতিবন্ধী অটিজম মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ৫’শ জন দরিদ্র কৃষকের মাঝে সবজী, ধান বীজ ও সার বিতরণ করেছি। ইতিমধ্যে ১ লক্ষ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে ছিটানো, মাইকিংও করা হয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.