বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং         ০১:০১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফুলগাজীতে ওএমএস এর চাল চুরির ঘটনায় যুবলীগ নেতা বহিস্কার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের এক প্রবাসীর বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল উদ্ধারের ঘটনায় আবদুল আউয়াল নান্নুকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে। নান্নু ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন রবিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
    এর আগে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন।অভিযান টের পেয়ে স্থানীয় ডিলার ও আমজাদহাট ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবদুল আউয়াল নান্নু পালিয়ে যায় বলে সুলতানা নাসরিন জানান।
    সহকারি কমিশনার সুলতানা নাসরিন জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় এসব চাল ১০ টাকা দরে হতদরিদ্রের মাঝে বিক্রি করার কথা ছিল। কিন্তু ওই ডিলার গোপনে ৬ বস্তা চাল আটক জাকির হোসেনের কাছে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন অভিযান চালিয়ে ওই প্রবাসীর বাড়ি হতে চালের বস্তাগুলো উদ্ধার এবং জাকির হোসেনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
    প্রাথমিক তদন্তে নান্নুর সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলে জেলা যুবলীগ সূত্র জানিয়েছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.