শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ইং         ১২:৩৭ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে 'জ্বর-শ্বাসকষ্টে' যুবকের মৃত্যু, এক বাড়ি লকডাউন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী সদর থানার পশ্চিম ছনুয়া গ্রামে বুধবার দুপুরে মোহাম্মদ রিপন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে লাশ ফেনী সদর হাসপাতালে এনে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। 

    রিপন ওই গ্রামের সুজা মিয়ার ছেলে। তার শরীরে করোনা রোগের লক্ষণ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে।

    ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম জানান, রিপন গত কিছুদিন যাবত জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিল। ৫-৬ দিন আগে তাকে তিনি ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছিলেন। হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র দিয়ে তাকে বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছিল। বুধবার দুপুর ১২টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। তার শরীরে করোনাভাইরাসের আলামত রয়েছে বলে স্থানীয়রা সন্দেহ করছিল। রিপন ফেনী শহরের মহিপালে একটি গ্রীল কারখানার শ্রমিক।

    ফেনী সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে রিপনের লাশ ফেনী সদর হাসপাতালে এনে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে বলে তিনি জানান। 

    রিপনের গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.