
সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের বর্বরোচিত নাশকতার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া পৌর শাখা। আজ বৃহষ্পতিবার সকালে পৌরশহরের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা পেয়ার আহম্মদ মজুমদার , উপজেলা সেক্রেটারি জাফর আহম্মদ মোল্লাহ, পৌর সেক্রেটারি মাওলানা ছালা উদ্দিন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাগলনাইয়া পৌরসভার সহ সেক্রেটারিঃ মাহফুজুর রহমান ভূঁঞা, ছাত্রশিবির জেলা কলেজ সম্পাদক মো. ইয়াসিন ও ছাগলনাইয়া পৌর সহকারী সেক্রেটারি মাওলানা রাসেল আবদিন।