শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ইং         ০৩:২৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    নোয়াখালীর সুবর্ণচর চরজুবিলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কাজে অনিয়ম


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারে দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।

     জানা যায়, গত অর্থ বছরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাসের আবেদনের প্রেক্ষিতে বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী মাঠ উন্নয়নের জন্য উপজেলা প্রকল্প অফিসের মাধ্যমে দুই লক্ষ টাকা বরাদ্দ দেন। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাঠের কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা বেগমকে।


    অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে মাঠে কাজ শুরু হলেও মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকার কাজ করা হয়েছে। বর্তমানে মাঠে পানি জমে থাকায় প্রতিদিন ছাত্র-শিক্ষকরা কাঁদা ও পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছেন।

    বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগ  বলেন“প্রতিদিন স্কুলে আসতে কাদা-মাটি মাড়িয়ে ঢুকতে হয়। জুতো ভিজে যায়, অনেকে পড়ে যায়। মাঠটা ঠিক হলে আমরা খেলাধুলাও করতে পারতাম।”


    স্থানীয়রা জানান, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত না হলে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন এভাবেই দুর্ভোগ পোহাতে থাকবে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আক্কাস অভিযোগ করে বলেন“আমরা ভেবেছিলাম মাঠ সংস্কারের কাজ হলে শিক্ষার্থীদের জন্য চলাফেরা সহজ হবে। কিন্তু বাস্তবে তেমন কোনো কাজ হয়নি। বারবার যোগাযোগ করার পরও প্রতিকার পাইনি। এখন শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।”


    অন্যদিকে মহিলা মেম্বার মনোয়ারা বেগম বিষয়টি অস্বীকার করে বলেন,“আমি দায়িত্ব অনুযায়ী কাজ করেছি। কাজের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম করিনি।  বাজেটের মধ্যে যতটা সম্ভব উন্নয়ন করেছি। মাঠ বড় হওয়ায় আমার কাছ থেকে আরও অতিরিক্ত টাকার ফেলতে হয়েছে। 



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.