সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ইং         ০৪:২৬ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় শিশু ধর্ষন: কসাই গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় শিশু ধর্ষনের (১২) অভিযোগে মোঃ শফিক (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম, এসআই সুমন চন্দ্র চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে শফিককে সোমবার (২৫ মে) রাতে আটক করা হয়। একইদিন শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং-১৩।
    শফিক উপজেলার উত্তর বল্লভপুর গ্রামের মৃত করিম উল্যাহর পুত্র ও স্থানীয় বাজারে মাংস বিক্রেতা।
    ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহামেদ জানান, আটক শফিককে আদালত এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    জানা যায়, মেয়েটির পরিবার ছাগলনাইয়ার দারোগার হাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। রোববার সকালে শফিক তাকে একা পেয়ে ধর্ষণ করেন। পরদিন সোমবার রাতে শফিককে পুলিশ গ্রেপ্তার করে।
    এর আগে সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
    আজ (বুধবার) বিচারিক হাকিমের আদালতে তার ২২ ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.