শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ইং         ০৩:২৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    সংবাদ বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থার প্রেক্ষাপটে ফেনী বিভাগের সক্ষমতা রয়েছে। যদি ফেনীকে স্বাধীন বিভাগ না করা হয়, তারা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত থাকতে চায় এবং কোনভাবেই কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত হতে রাজি নয়। তারা আরও জানান, সরকারের যদি এ জনদাবি উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ফেনীবাসী কঠোর আন্দোলনে যাবে। সমাবেশে "আমরা ফেনীবাসী"র সভাপতি ইয়াকুব নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর


    রহিম, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য মাঈন পাটোয়ারী, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, জিটিভি'র জেলা প্রতিনিধি জসিম ফরায়েজী, ফেনীর প্রত্যয়ের রিপোর্টার তানজিদ শুভ, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিম তাজিম, ওমর ফারুক শুভ, সেচ্ছাসেবক রুবেল তারেক, নিসআ সভাপতি জিয়া উদ্দিন'সহ প্রমুখ। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.