শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ইং         ০৩:১৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় চারজন আহত


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীর সোনাগাজীতে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। উপজেলার নবাবপুর ইউনিয়নের সফরাবাদ গ্রামের আবদুল গফুরের নতুন বাড়িতে মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, মৃত আবদুল গফুরের দুই ছেলে বাহারুল আলম ও মালদ্বীপ প্রবাসী শরিফুল ইসলামের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২০ সেপ্টেম্বর শরীফুল ইসলাম ভিসা জটিলতার কারণে মালদ্বীপে পুলিশের হাতে গ্রেফতার হন। ভগ্নিপতিকে গ্রেফতারের খবর শুনে বোনকে দেখতে যান মো. মামুন ও তার স্বজনরা। এদিকে ওই বাড়ি থেকে বাহারুল তার ভাইয়ের স্ত্রী ও সন্তানদেরকে উচ্ছেদের পাঁয়তরা শুরু করেন। পূর্ব শত্রুতার জের ধরে বাহরুল আলম, তার স্ত্রী জোসনা আক্তার ও ভাড়াটে সন্ত্রাসীরা মিলে শরীফুলের স্ত্রী লুৎফুন নাহার শিল্পী, তার ভাই মো. মামুন, অপর বোন রেখা আক্তার ও ভাগ্নি নিপু আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় লুৎফুন নাহার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.