শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ইং         ০২:২৬ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফুলকলি মডেল স্কুলে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী ফুলকলি মডেল কিন্ডারগার্টেন এর অভিভাবক সমাবেশ ও ২০২৪ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) স্থানীয় পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়াস্থ বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা গাজী সালাউদ্দীন। 

    ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের সভাপতি ও সিলোনীয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল  মতিন,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম,দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিন,হযরত আবু বকর সিদ্দিক (র:) দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মুনির হোসেন,পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামির আমীর মাওলানা আবদুল ওহাব,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস এম ইউসুফ আলী। 

    ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের সাধারণ ও সাপুয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক জহির উদ্দিন পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের নির্বাহী সদস্য হাসান আহমেদ,আবু সাঈদ,আনোয়ার হোসেন সোহেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল হক ফরহাদ,স্থানীয় সমাজসেবক ফজলুর রহমান সওদাগর, হাজী মমিনুল হক,আজিমুল ইসলাম,সাবেক স্কুল শিক্ষক মাওলানা আবদুর রহমান, জাহিদ হোসেন প্রমূখ।

    শেষে বিদায়ী শিক্ষার্থী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া প্রতিষ্ঠার ২০তম বর্ষে অর্থাৎ ২০২৫ শিক্ষা বর্ষ থেকে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিভিন্ন শ্রেণি পেশার ৪০জন পরিচালক এ বিদ্যালয়টি সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য অত্র অঞ্চলের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেন সংশ্লিষ্টরা।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.