শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং         ১০:৫৮ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    নিজামপুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগ দিলেন ছাগলনাইয়ার কৃতি সন্তান ড. একেএম সামছুদ্দিন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    নিজামপুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক ডক্টর এ কে এম সামছুদ্দিন আজাদ। এর আগে তিনি চট্টগ্রাম সরকারি কলেজে রসায়ন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। 

    তিনি ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি ও পরে  চট্টগ্রাম সরকারি কলেজ ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি ষোড়শ বিসিএস (শিক্ষা) পরীক্ষায় উর্ত্তীর্ন হন।

    অধ্যাপক সামছুদ্দিন ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতার নাম আবু আহমদ।

    আরো দেখুন:

    ৫শ’ বছর ধরে আল আকসায় আজান দেয়ার সৌভাগ্য যে পরিবারের

    ফেনী ট্রাংক রোড়ে পাশাপাশি মসজিদ মন্দির সহাবস্থানের অনুপম দৃষ্টান্ত




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.