শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং         ১১:০৫ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ১৭ মামলার আসামী জোবায়েদ পারভেজ ২ সহযোগি সহ আটক,১৫০ পিস ইয়াবা উদ্ধার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজারের চিহ্নিত মাদক কারবারি, চোরাচালান, ডাকাতি, ছিনতাই সহ ১৭ মামলার আসামী  জোবায়েদ পারভেজ ও তার দুজন সহযোগীকে  আটক করেন ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশ।

    ঘোপাল তদন্ত কেন্দ্র ইনচার্জ মুকবুল হোসেন বলেন,রবিবার দিবাগত রাতে নিজকুঞ্জরা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়।

    থানা সূত্রে জানা যায়, জোবায়েদ পারভেজ ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকা আবু তাহেরের ছেলে।তার দুজন সহযোগী হচ্ছেন, জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে সাফায়েত হোসেন (৪০) ও জোরারগঞ্জ থানার  মিঠাছড়া এলাকা মৃত গনি আহমেদ ছেলে শাহাদাত হোসেন(৩০)।এসময় তাঁদের কাজ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। 

    ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় জানান, ১৭ মামলার আসামী জোবায়ের পারভেজ এবং তার সাথে  দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.