সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ইং         ০৫:৪৫ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেসবুক গ্রুপে দীক্ষা পেয়ে হিজরতের জন্য ঘর ছেড়েছিলেন তাঁরা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ
    ‘দুনিয়া কিয়ে মুসাফির’ নামে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছিলেন ৯ তরুণ-তরুণী। তাঁরা দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওই গ্রুপে ধর্মীয় দীক্ষার নামে তাঁদের উগ্রবাদী চিন্তায় উদ্বুদ্ধ করা হয়। একপর্যায়ে তাঁদের যুক্ত করা হয় অনলাইন যোগাযোগের আরেক মাধ্যম টেলিগ্রামের একটি গ্রুপে। সেখানেও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একপর্যায়ে তাঁদের নির্বিঘ্নে ধর্ম পালনের জন্য পাহাড়ি এলাকার নিরিবিলি পরিবেশে যাওয়ার কথা বলা হয়।
    কথিত ধর্মগুরুদের প্ররোচনায় হিজরতের নামে ঘর ছাড়েন এই তরুণ-তরুণীরা। একপর্যায়ে রাঙামাটি পৌঁছেও গিয়েছিলেন। সেখানে প্রত্যাশামতো পরিবেশ না পেয়ে ফিরে এসেছিলেন চট্টগ্রামে। সেখান এক তরুণী অসুস্থ হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এর মধ্যে তাঁদের খবর পেয়ে নয়জনকে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব। ওই ৯ তরুণ-তরুণীকে আজ সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই তরুণ-তরুণীরা বলেছেন, নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা উগ্রবাদের পথ ছেড়েছেন।

    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.