বরাবরের মত এস এস সি ফলাফলে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাগলনাইয়া একাডেমী। বৃহষ্পতিবার (৩০ডিসেম্বর) সারাদেশে প্রকাশিত হয় ২০২১ সালের এস এস সি পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে দেখা যায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে ১৪৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ৪৫ জন এ+ সহ শতভাগ পাশের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী কৃতিত্ব পূর্ণ ফলাফলের জন্য ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।