ছাগলনাইয়ায় চুরি,ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯অক্টোবর) রাত সোয়া ২টায় উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আবুল কালাম আজাদ প্রকাশ শাহীন(২৩) পূর্ব ছাগলনাইয়ার নুরুল আলম মিস্ত্রির বাড়ীর নুরুল আলমের পুত্র।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।