শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং         ১০:৩৪ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    সারাদেশের বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। তবে নেই পর্যাপ্ত আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা। এমন সংকটময় পরিস্থিতি বিবেচনায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে সাধারণ মানুষের প্রাথমিক সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা। মঙ্গলবার (১৩ এপ্রিল) করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের ব্যাক্তিগত উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বি কে চৌধুরী বিপুল, ডা. জাহেদুল আলম, ডা.জয় বর্ধনসহ ইউপি সদস্য ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা।

    করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে কোভিড-১৯ মোকাবেলায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা চালু করা হয়েছে। 



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.