বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ইং         ০৪:৩৫ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবারের শিক্ষা সফর সম্পন্ন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের শিক্ষা সফর  সম্প্ন্ন হয়েছে। বুধবার ( ২৪ ফেব্রুয়ারি)  সকালে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আউয়াল চৌধুরী ও প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে স্কুলের সামনে থেকে 


      যাত্রা শুরু  করে শিক্ষা সফরের গাড়ি। গন্তব্যস্হল পর্যটন এলাকা রামগড়। পথে রামগড় চা বাগান, বাংলাদেশ - ভারত সংযোগ সেতু পরিদর্শন শেষে  দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় রামগড়ে অবস্হিত পাহাড়াঞ্চল কৃষি  গবেষণা কেন্দ্রে।  দুপুর গড়িয়ে বিকাল এলেই আনন্দ ভ্রমণের গাড়ী পুনরায় রওয়ানা করে। পথে  রামগড় লেক পরিদর্শন  করে সন্ধ্যার আগেই গাড়ি পৌছে ছাগলনাইয়া মডেল সরকারি বিদ্যালয়ের সামনে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.