মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ইং         ১২:৩৮ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে কৃষক ও ভূমি মালিকদের বিক্ষোভ মিছিল


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ
    সোনাগাজীতে ভূমি দস্যুদের শাস্তি দাবি করে কৃষক ও ভূমি মালিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার বিকালে উপজেলার তিনটি ইউনিয়নের কৃষক ও ভূমি মালিকরা মিছিল নিয়ে সোনাপুর হাজী রহিম উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়। "কৃষক শ্রমিক ভাই ভাই, ভূমি দস্যুদের শাস্তি চাই, কৃষি শ্রমিক ভাই ভাই তিন ফসলী জমি রক্ষা চাই, কৃষক বাঁচাও দেশ বাঁচাও, ভূমি মালিকরা এক হও, কৃষক ভাইদের রক্ষা কর, কৃষক শ্রমিক ভাই ভাই, ভূমি দস্যুদের রক্ষা নাই ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলা হয় পুরো এলাকা। মিছিল শেষে সোনাগাজী-সোনাপুর সড়কে সহস্রাধিক কৃষক জড়ো হয়ে প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে একই প্রাথমিক বিদ্যালয় মাঠে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে ও সাবেক সেনা সদস্য, ভূমি মালিক জসিম উদ্দিনের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলমগীর

    হোসেন দুলাল, নিজাম উদ্দিন, আবু তৈয়ব, আবুল হাসেম, আবু তাহের, গিয়াস উদ্দিন, আবদুর রশিদ, জয়নাল আবেদীন, মো.পলাশ, আনোয়ার আহম্মদ, কবির আহম্মদ, সাহাব উদ্দিন, বাচ্ছু মিয়া, নাছির উদ্দিন, শফি উল্যাহ, মহবুবুল হক, মাহফুজুল হক আর্মি নিজাম উদ্দিন, নূর সুলতান, নূর আলম, আরু মিয়া ও আবদুল কাইয়ূম নিশান প্রমূখ। বক্তরা বলেন, সরকারি ও ব্যক্তি মালিকানা জমি জবর দখলে নিতে সংঘবদ্ধ একটি ভূমি দস্যু চক্র যেন বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলার থাক খোয়াজের লামছি মৌজায় অর্থনৈতিক অঞ্চলের উপকন্ঠে ভূমি জবর দখরের মহৎসব চালাচ্ছে ভূমি দস্যুরা। রাতের আঁধারে লাল পতাকা ও সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড নামে সাইন বোর্ড ঝুলিয়ে দেয় ভূমি দস্যু চক্রটি।  এতে ভূমি মালিক ও কৃষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি রক্ষার ঘোষণা দিয়েছেন, সেখানে ভূমি দস্যুরা তিন ফসলী জমি উচ্ছেদের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। স্থানীয় কতিপয় দালালদের মাধ্যমে বিগত কয়েক মাস যাবৎ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত  হাজার হাজার একর জমির শ্রেনির পরিবর্তন করে মাটি বিক্রি ও পুকুর খনন করে দখল করে নিয়েছে ভূমি দস্যুরা। ভূমি দস্যুদের মধ্যে মামুন মেম্বার, মো. শাহ আলম, মিজানুর রহমান, মোস্তফা, মীর মামুন, নিজাম জমিদার, জসিম উদ্দিন বোল্টা, মাছ কাদের, শেখ ফরিদ, ইকবাল হোসেন, হুদন, নূরনবী, মঞ্জুরুল হক, নাছির উদ্দিন, ফজলুল করিম, মহি উদ্দিন, হুমায়ূন কবির, আলা উদ্দিন ও সেলিম সহ আরো অনেকের নাম উঠে এসেছে। 


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.