মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ইং         ১২:৩২ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে অগ্নিকান্ডে ৫০লাখ টাকার ক্ষতি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    সোনাগাজীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান সহ টিনশেড মার্কেট পুড়ে ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বখতারমুন্সি বাজারের ভূমি অফিস সংলগ্ন এনাম চেয়ারম্যান ও তার ভাই মাহবুবুল হকের মালিকীয় মার্কেটে এ ঘটনা ঘটে। পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত তিনটার দিকে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক ও তার ভাই মাহববুল হকের মালিকীয় মার্কেটের তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়ে মহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেটের এনামুল হকের রাইচ মিল, মিন্টু মিয়ার তুলার মিল, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন ও আবু সাঈদের শুটকি গুদাম মালামাল সহ পুড়ে যায়।


    মার্কেট মালিক সাবেক চেয়ারম্যান এনামুল হক বলেন, ১০ডিসেম্বর ফেনী জেলা আ.লীগের নতুন অনুমোদিত কমিটির সদস্য হওয়ার সুখবর পাই। কিন্তু শুক্রবার দিবাগত গভীর রাতে জানতে পারি আমার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড। তদন্তের পর বলা যাবে অগ্নিকান্ডের সূত্রপাতের প্রকৃত রহস্য। প্রাথমিকভাবে ৫০লাখ টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জামিল আহমেদ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.