মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ইং         ০১:৩৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে বিনামূল্যে মাস্ক বিতরণ ও র‍্যালি


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    কোভিড-১৯ দ্বিতীয় দাপ মোকাবেলায় সোনাগাজী পৌরসভার উদ্যোগে ৩ হাজার লোকের মাঝে মাস্ক বিতরণ ও র‍্যালি করা হয়েছে। মঙ্গলবার সকালে জনসচেতনতামূলক একটি র‍্যালি সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে মাস্ক বিতরণের উদ্বোধন করেন পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। পথচারী, ব্যবসায়ী, অটোচালক, রিক্সা চালক, বাস


    ও সিনজি চালক সহ সাধারণ মানুষদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এসময় প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, কাউন্সিলর শাখাওয়াত হোসেন আলাউল, মো. মোস্তফা, শেখ আবদুল হালিম মামুন ও আইয়ুব আলী খান প্রমূখ উপস্থিত ছিলেন।


    মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, কোভিড-১৯ ২য় দাপ মোকাবেলায় জনসাধারণ কে মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার আলোকে মাস্ক বিতরণ শুরু হয়েছে, এখন থেকে পৌর কর্তৃপক্ষ শহরে  নিয়মিত ভাবে মাস্ক পরিধানের বিষয়টি নজরদারি করবেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণের কার্যক্রম ও অব্যহত থাকবে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.