সম্প্রতি ফেনীর সোনাগাজীতে ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণও ডাকাতির ঘটনায় নিউজ করা আলোকিত সময় ২৪ সম্পাদক সাংবাদিক সিদ্দিক আল মামুনকে প্রাণনাশের হুমকি দিয়েছে নুর আলম প্রকাশ গরু আলম ও তার বাহিনী এ ঘটনায় গত পহেলা মে শুক্রবার জীবনের নিরাপত্তা চেয়ে ফেনীর সোনাগাজী থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সিদ্দিক আল মামুন। জিড়ি নং- ৬৬ তাং- ০২/০৫/২০২০
সোনাগাজী মডেল থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে সাংবাদিক সিদ্দিক আল মামুন উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল রাতে ঘটে যাওয়া সোনাগাজীর বিষ্ণুপুর এলাকায় ডাকাতি ও ধর্ষনের ঘটনাটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল,অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। ডাকাতি ও ধর্ষনের নিউজ আমার সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সময় ২৪ এ অত্র এলাকার গত এক বছরে ১০ টিরও বেশি ডাকাতি ও বিভিন্ন বাড়ীতে ধষর্নের ঘটনার ডাকাত সর্দার ও তার বাহীনি গঠনসহ অতীত অনুসন্ধানী রিপোর্ট কাভারেজ হয়।
উক্ত ঘটনা পত্রিকায় কাভারেজ হওয়ায় ঐ ধর্ষন ও ডাকাতি মামলার মুল শেল্টারদাতা( ডাকাত সর্দার) নুর আলম প্রকাশ গরু আলম, পিতা-চেরু মিয়া, মোল্লা বাড়ী,চরগোপাল গাঁও, সোনাগাজী, ফেনী। সে অামার উপর ক্ষিপ্ত হয়ে অদ্য ০১/০৫/২০২০ শুক্রবার সকাল ১১.১৫ মিনিটের সময় আমার বাড়ীর পাশে মসজিদের সামনের রাস্তায় দাঁড়িতে থাকা অবস্থায় উৎপেতে থাকা গরু আলম ও তার সঙ্গীয় হেলমেট পরা চালক আমাকে অকথ্য ভাষায় গালমন্ধ করে আমাকে হত্যা সহ লাশ গুম করার হুমকি প্রদান করে। এ ছাড়াও নানাভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করবে বলে শাসিয়ে যায়।এমতাবস্থায় গরু আলম ডাকাত সর্দারের প্রকাশ্য হুমকিতে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। তিনি বিষয়টি সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছেন বলে জিডিতে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে অনলাইন নিউজ পোর্টাল "ফেনীর জমিন" কে সাংবাদিক সিদ্দিক আল মামুন জানান, সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের অধিকাংশ ঘটনাই এলাকায় ধামাচাপা পড়ে যায় একশ্রেণীর কুচক্রী মহলের চাপে। একাধিক ধর্ষণ ও ডাকাতির ঘটনার মামলা হয়নি বিশেষ মহলের তদবিরে। এলাকার বিরাজমান চুরি ডাকাতি ও ধর্ষণের ঘটনায় নেপথ্যে খুঁজতে গিয়ে বেরিয়ে আসে গুরু আলমের নাম। এলাকায় ইউনিয়ন পরিষদ ও বাজার কেন্দ্রিক প্রভাব বিস্তার করার লক্ষ্যে এই সমস্ত অপকর্মে জড়িতদের লালন-পালনের অভিযোগ আছে তার নামে। শুধু তাই নয় ইতিপূর্বে একাধিক ডাকাতি ও ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে আসার অভিযোগও আছে তার নামে। তার সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন করায় তাকে হত্যার হুমকি দিয়েছে বলে জানান সাংবাদিক সিদ্দিক আল মামুন।
এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাজেদুল ইসলাম জিডি দায়েরের সত্যতা স্বীকার করে অনলাইন নিউজ পোর্টাল "ফেনীর জমিন" কে জানান- " বিষয়টি অধর্তব্য অপরাধ হিসেবে আদালতের অনুমতি চাওয়া হয়েছে,মাননীয় অাদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে"