ঝর ঝর ঝরে ঘাম
মাথা থেকে পায়ে
থর থর কাঁপে দেহ
বোঝা নিতে নায়ে।
ধান গম আলু ডাল
সাজায় থরে থরে
ঝক ঝক তক তক
গাঁটে টাকা ভরে।
মহাজন মহা খুশি
পান ভরে মুখে
হুকোতে সুখ টান
দেয় মহা সুখে।
ঠক ঠক চলে কল
চাকা ঘুরে ঘুরে
তৈরী সব পণ্য যায়
দূর বহুদূরে।
যশ খ্যাতি চলে তার
বাড়ে খুব কদর
কারিঘর অচেনা রয়
নেয়না কেউ খবর।
দিন ভর কাজ শেষ
মজুরীটা চায়
চলে নানান বাহানা
ঠিক ঠাক নাহি পায়।
দিন ক্ষণ ঠিক ঠিক
চলে সভা সমাবেশ
শ্রমিকদের নিয়ে কত
বক্তৃতার নাই শেষ।
সভা শেষে হরদম
আগের মত চলে
শ্রমিক দিবস এলে
শুধু কত কথা বলে।