শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং         ০৮:৫৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে করোনায় আক্রান্ত সেই যুবক ফেনীতে আইসোলেশন সেন্টারে


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    করোনায় আক্রান্ত (কোভিড১৯ পজিটভি) সোনাগাজীর সেই যুবককে ফেনীর মহিপালস্থ ট্রমা সেন্টারে আইসোলেশনে নেয়া হয়েছে। মঙ্গলবার (২১এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্য বিভাগের একটি টিম মহিপাল নিয়ে আসে। তার বাড়ি সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চরচান্দিয়ায়।

    সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ওই যুবককে আইসোলেশন সেন্টারের তৃতীয় তলায় রেখে বিশেষজ্ঞ চিবিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.