শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং         ১০:৫৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ভদ্দর নোক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    দেয় ওরা হাঁক ডাক, নীতি কথা বলে
    বেশভূষা চক চকে, রাজপথে চলে।

    জনতার মঞ্চে বসে,শোনায় ভাষণ
    হোক মসজিদ, গির্জা,চায়যে আসন।

    চোর বাটপারে ভরে গেছে দেশ
    রাঙা চোখ বড় করে বলে অনিমেশ।

    পাই পাই করি ব্যয় সরকারী টাকা
    কাঁচা সব রাস্তা আমি করে যাই পাকা।

    সোজা করে দেই সব যত ট্যারা বাঁকা
    দিন শেষে ঘরে ফিরি,পকেটটা ফাঁকা।

    হাত তুলে বলে আরো ঠিকনা বেঠিক
    জনতার মঞ্চে রোল, জ্বি হুজুর -র ঠিক।

    সাহেবের মোসাহেব নেইতো অভাব
    জ্বি হুজুর- করাইতো ওদের স্বভাব।

    এভাবেই চলছিল দিনগুলি বেশ
    করোনাটা এসে সব করে দিল শেষ।

    চালগুলি রাতারাতি মুখ ফোটে বলে
    আমায় লুকিয়ে ওরা চদ্ম বেশে চলে।

    খুঁজে দেখ পাবে মোরে গুদামের তলে
    হয়তোবা নেতাজীর কুয়োর জলে।

    নড়ে ওঠে প্রশাসন,চলে খোঁড়া খুঁড়ি
    ত্রাণের ভান্ডার গ্রাসে নেই তার জুড়ি।

    চামচারা ভেবে মরে,ইনি সেই লোক?
    যাকে মোরা ভেবেছিনু,ভদ্দর-র নোক।

    রোজ রোজ কত তিনি লিখেন সনদ
    তার চরিত্রের বুঝি এতটা গলদ?

    চকিদার দিয়ে তিনি ধরে কত চোর
    কলিকাল এসে গেছে,দেখি চোখে ঘোর।

    সবাই ঘরে থাকুন,সাবধানে থাকুন।সবার জন্য শুভ কামনা।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.