ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার (১০ অক্টোবর) পর্যন্ত ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীম উদ্দিন জানান মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন, কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মেয়র পদে প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র এম মোস্তফা ও স্বতন্ত প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দার। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তির ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।