ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের গজারিয়া এলাকায় দু' দল ডাকাতের গোলাগুলিতে ডাকাত দলের সদস্য মোঃ কামরুল প্রকাশ গুনাই কামরুল (৩৬) নিহত হয়েছে। সে উপজেলার পূর্ব হরিপুর গ্রামের মৃত মোঃ হানিফের পুত্র। ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন অাহামেদ জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের গজারিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু' দল ডাকাতের গোলাগুলিতে ডাকাত কামরুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্হল খেকে ১টি এলজি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড কার্তুজের খোসা, ১টি রামদা, ১টি কিরিচ ও ১টি চাইনিজ কুড়াল উদ্বার করে। পুলিশ জানায় কামরুল এর বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।