বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০২:৪০ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া ডটকমে গত ৩ ফেব্রুয়ারি 'ছাগলনাইয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের জাহাজ থেকে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল আটক' শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। উক্ত সংবাদে উল্লেখ্য করা হয়, চট্টগ্রাম বন্দরে পোর্টল্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের জাহাজ থেকে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল এমটি ডলফিন-১৯ নামে আরেকটি জাহাজে পাচারের সময় দুটি জাহাজই আটক করেছে কোস্টগার্ড এবং  বর্তমানে জাহাজ দুটি কুতুবদিয়ায় নোঙ্গররত আছে। সংবাদটিতে প্রকাশিত তথ্য গুলো সঠিক নয় বলে দাবী করেছে পোর্টল্যান্ড গ্রুপ।

    গ্রুপের পক্ষ থেকে বলা হয়, 

    প্রথমত, জাহাজে সরবরাহকৃত তেল গুলো চোরাই তেল নয় এবং কোস্ট গার্ড যে জাহাজটি আটক করেছিলো সেটি ছাগলনাইয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান কিংবা পোর্টল্যান্ড গ্রুপের নয়। 

    মূলত, বিদেশী পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯ নামক জাহাজটি মোংলাগামী অবস্থায় তেল সংকটে ব্ল্যাক আউট হওয়ার উপক্রম হওয়ায় জরুরীভাবে পোর্টল্যান্ড গ্রুপ থেকে তেল সরবরাহ করে। পোর্টল্যান্ড গ্রুপ জাহাজটিতে তেল সরবরাহের জন্য পোর্ট ও কাস্টমসের অনুমোদনের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রসেজ করে জাহাজটিতে তেল সরবরাহ করতে যায়। পক্ষান্তরে, বিদেশি পতাকাবাহী জাহাজটি সময়মতো পোর্টের অনুমতি না নিয়ে তেল গ্রহন করায় কোস্ট গার্ড বেদেশী  জাহাজটি আটক করে। পরবর্তী বিদেশী জাহাজটি পোর্ট ডিক্লেয়ারেশন (পিসি) নিয়ে মোংলায় যায়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.