শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১২:৫৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলি। ১জনের লাশ উদ্ধার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় দুই মাদক বিক্রেতা গ্রুপের গোলাগুলিতে নজরুল ইসলাম(৩২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত (২৪ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার শুভপুর ইউপির জয়পুরে এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, দুইটি রামদা, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুইশত পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে ।
    ছাগলনাইয়া থানা পুলিশ জানায়,ওইদিন রাত আড়াইটার দিকে ওই গ্রামের তাহের আহম্মেদের বাড়ির সামনে স্থানীয় জয়পুর গ্রামের মাদক বিক্রেতা নজরুল ইসলাম গ্রুপের সাথে আরিফ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সবাই পালিয়ে যায়। তবে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত নজরুলকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
    ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.