ছাগলনাইয়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ২০৩২৫ টি চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা কমপ্রেক্সের সামনে চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউএনও সাজিয়া তাহের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, বন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সম্পাদক আব্দুল হাই ভুঁঞা, রাধানগর ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি আবদুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান বাবুল, সম্পাদক মোঃ আলমগীর কবির ভুঁঞা, প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুজ্জমান সুমন, সম্পাদক আউয়াল চৌধুরী, এস আই নোমান সোহেল, উপজেলা জাসদের সম্পাদক রেজাউল করিম সোহাগ প্রমূখ।