ছাগলনাইয়ার বাঁশপাড়ায় বশর হেডমাষ্টার বাড়ির ওমান প্রবাসি দেলোয়ার হোসেন এর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দেলোয়ার এর স্ত্রী রোজিনা আক্তার জানান, শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তিনি মায়ের বাড়িতে থেকে বাঁশপাড়ায় নিজের বাড়িতে আসেন। ঘরে প্রবেশ করলে দুটি আলমারি ভাঙা অবস্হায় দেখতে পান তিনি । এছাড়া আলমারি থেকে সাড়ে ৫ ভরি স্বর্নালংকার, নগদ ৪৫ হাজার টাকা ও ১০ কয়েল ইলেক্ট্রিক তার চুরি করে নিয়ে যায়। রোজিনা আক্তার আরো জানান, গত শনিবার তিনি মায়ের বাড়ি থেকে নিজেের বাড়িতে এসেছিলেন। এর মধ্যে কোন এক সময় ঘরের বেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটে।