শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১২:৪৫ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ‘আমরা দক্ষিণ সতরবাসী’র উদ্যোগে ৩ নং ওয়ার্ডে আজ শুক্রবার দুপুরে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন কামরুল হাসান বিপ্লব,সমর চৌধুরী, আসাদুজ্জামান আজাদ ,বুলবুল মিজি, মোঃ মোমেন, মিনারুল ইসলাম , মোঃ আনোয়ার হোসেন, মোর্শেদ চৌধুরী, হানিফ মাস্টার, অহিদ উল্যাহ টিপু,মির্জা শিমুল ,মিনারুল ইসলাম,মির্জা আনোয়ার।, সাগর, বাবলু, সুমন ,ফারুক,ফরহাদ,ফারভেজ,বিলাস, হানিফ,আশরাফ,সুজন,সোহেল, বিপ্লব প্রমুখ।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.