ছাগলনাইয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় শামীম নামে এক যুবক মারা গেছে। সে পেশায় পাইপ ফিটার মিস্ত্রি । শুক্রবার (১০ জুলাই) সকালে ছাগলনাইয়া থানা রাস্তার মাথায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে শামীম মাথায় গুরুতর আঘাত পায়। পরে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালিতে। তার পিতার নাম আব্দুল মালেক।