ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুুলিশ। এসময় পুলিশ ছিনতাইকৃত ৯১ হাজার টাকা উদ্ধার করে। বুধবার (১ জুলাই) ছাগলনাইয়া থানা পুলিশ ও ঘোপাল তদন্ত কেন্দ্র পুুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। আটকরা
হলো ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মোঃ সামছুদ্দিন এর পুত্র রিয়াদ হোসেন প্রকাশ রিয়াজ (২৪), একই গ্রামের মোঃ রফিকের পুত্র মাঈন উদ্দিন আজাদ (৩৩)। জানা যায় জনৈক এক বৃদ্ধ রাখাল গরু বিক্রির ৯১ হাজার টাকা নিয়ে ঘোপাল এলাকায় যাওয়ার সময় আসামীরা বৃদ্ধ লোকটিকে মারধর করে ৯১ হাজার টাকা নিয়ে যায়। ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।