সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মাস্টার মফিজুল করিম (৭৫) কে মঙ্গলবার ( ৯ জুন) বিকালে মধুগ্রাম হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দাফনের আগে মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুল করিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সোমবার গভীর রাতে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ---- রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার কর্নেল (অবঃ) জাফর ইমাম বীর বিক্রম,ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ন মহাসচিব ও আওয়ামীলীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, এবং ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জমান সুমন।