শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৪:১২ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ছিনতাইকৃত মালামালসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ছিনতাইকৃত মালামালসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুুলিশ। ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ওসি তদন্ত মাহবুবুর রহমান পিপিএম, এসআই মোহাম্মদ হান্নান মিয়া গত ১৭ ও১৮মে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম সহ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১টি ভিশন এলইডি টিভি, ১টি স্যামসাং মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত ১টি মাছ মার্কা স্টীলের ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফুলগাজী উপজেলার কমুয়া গ্রামের অাবদুর রহিমের পুত্র মোঃ মহি উদ্দিন প্রকাশ পরান (২৫ ), পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র ওমর ফারুক প্রকাশ ফারুক (২৭), একই উপজেলার উত্তর কেতরাং গ্রামের অহিদের পুত্র মোঃ আরিফ হোসেন আরিফ (২২), উত্তর মোহাম্মদপুর গ্রামের মোঃ মোমিনের পুত্র মোঃ
    মামুন প্রকাশ আশিক (২০)। জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে ছাগলনাইয়ার বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডে ১টি সিএনজি গাড়ি নিয়ে চালক ও যাত্রী বেশে অবস্থান করে মামলার বাদী ফেনী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার গেলে ছিনতাইকারীরা মামলার বাদীকে গাড়িতে তুলে নিয়ে ফেনী সদর এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে পথে ছাগলনাইয়া থানার চাঁনপুর ব্রীজ পার হয়ে ফেনী সদর থানাধীন নতুন জেলখানা রোডের সামনে অাসে। পরে মেইন রোড হতে গ্রাম্য রাস্তায় প্রবেশ করে বাদীকে ধারালো ছুরি বুকে ঠেকায়। অপর যাত্রীবেশী আসামী ধারালো ছূরি বাদীর গলায় ধরে বাদীকে হত্যার ভীতি প্রদর্শন করে তার নিকট থাকা কালো রংয়ের ১টি ভিশন, ১টি প্যানাসোনিক এলইডি টিভি মনিটর, ৩টি সনি টিভির সার্কিট, ১টি স্যামসাং জে-৪ মোবাইল, নগদ-১০ হাজার -টাকা লুণ্ঠন করে। আসামীরা বাদীকে চলন্ত গাড়ি থেকে লাথি মেরে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দিয়ে চলে যায়। গত ১৭ মে বাদী থানায় এজাহার দায়ের করেন। পুলিশ অভিযান ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.