শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ০৪:১৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় এসিল্যান্ডের কঠোর হুশিয়ারি (ভিডিও)


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। সোমবার ( ৪ মে) সকালে ছাগলনাইয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব এবং জারীকৃত নির্দেশনা বজায় রাখতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাহিদা আক্তার তানিয়া
    অভিযান পরিচালনা করেন। এ সময় জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৫ জন ব্যবসায়িকে বিভিন্ন পরিমাণে মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়।
    এছাড়া ছাগলনাইয়া বাজারে অবস্থিত ৭ টি মার্কেটের (এস. আলম মার্কেট, নিউ মার্কেট, মীর শপিং সেন্টার, ইসলাম প্লাজা, খাজা মার্কেট , ভূইয়া মার্কেট, আহসান উল্লাহ শপিং সেন্টার) দোকান মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ অঙ্গীকার করেন যে, সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত তারা আর দোকান খুলবেন না। যারা নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    এর পাশাপাশি গণজমায়েত করে আড্ডা না দেওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.